আমি আমার ছোট্ট জমিটা ফিরে পেয়েছি। এমন কী তার নাম একই আছে… তার ঠিকানা একই আছে ! শুধু দীর্ঘ তিন-চার বছর ধরে সামান্য যত্ন না পেয়ে, সেই ঠিকানায় যে বহু পরিশ্রমের বহু আদরের ছোট্ট কুড়েঘরটা তুলেছিলাম , সেই কুড়েঘর আজ ভেঙে পড়েছে। কোভিড অতিমারীর প্রকোপে যখন রুজি রোজগার একেবারে যায় যায় অবস্থা, গান আর সুর বেঁচে কীভাবে আর বাঁচব যখন সেটাই ঠিক ছিল না, তখন এই সাধের কুড়েঘরটাকে অনিচ্ছা সত্বেও ছাড়তে হয়েছিল। বুক ফেটে গেলেও, জমি আঁকড়ে পড়ে থাকার সামর্থ্য হয়নি।
কিন্তু ভাগ্যের কী ভেল্কি দেখুন, আবার বছর চার পর সেই একই জমি ফিরে পেয়ে আবার নতুন করে ঘর বাঁধার পালা। আমার ঘর। আমার জমি। এই বিরাট জালের মতন দুনিয়ায় ছোট্ট, ছিটে ফোঁটা একটু জায়গা। যাকে সগর্বে নিজের বলতে পারি। যেখানে ঘর মাটির হবে, না পাতার পর পাতা জুড়ে জুড়ে হবে সেটা ঠিক করব আমি, তার দেওয়াল ঠিক কোন রঙে রাঙাব, কোন ফুল দিয়ে কোন ছবি দিয়ে সাজাব সেও ঠিক করব আমি। না কোনও ফেসবুক, টুইটার, ইউটিউব ঠিক করে দেবে না।
একটা নতুন পৃথিবীর খোঁজে আমি
হাত বাড়াই আয়নার দিকে
ফিকে কিছু ইচ্ছেরা আজ
ডানা মেলে ঘরছাড়া চেনা আঙ্গিকে
বুড়ো এই একটা সহজ গানের লাইনগুলো কেমন যেন এই ঘটনাটার সঙ্গে মিলে যাচ্ছে হুবহু। না এই জমির কোনও মাটি নেই, এই ঘরের কোনও ইট, বালি, পাথর নেই। এই জমি একটা ইন্টারনেটের ডোমেইন, সেই চেনা নাম tamalntrip.com , আর এই জমিতে যে বাড়িটা একটু একটু করে তৈরি হচ্ছে সেইটা আমার নিজের ওয়েবসাইট। একটু একটু করে এইটাকে মনের ইচ্ছেতে সাজাব। একদম মনের মতন করে। আর এই ঠিকানায় আপনারা আমার অতিথি, আমার বন্ধু, আমার স্বজন। আপনারাই আমার পরিবার। তাই যদি কখনও ইচ্ছে হয় এই অধমের থেকে নিয়মিত চিঠি পেতে, যে চিঠিগুলো কোনো প্রোডাক্ট বেচা বা মার্কেটিং এর জন্য নয় বরং একজন বন্ধুর আরেকজন বন্ধুকে লেখা, যেখানে থাকতে পারে সুরের কথা, গানের কথা, গল্প, পছন্দের বই, সিনেমা, দুনিয়ার সংগীতের কথা, ভালবাসার কথা, হারানোর কথা, কাজের কথা, আকাজের কথা, তাহলে অবশ্যই নীচের এই ইমেইল লিস্ট / বন্ধু তালিকায় নাম লেখান। নিজের নাম আর ইমেইল আই ডি (অবশ্যই যেটা নিয়মিত চেক করা হয় 😁) দিয়ে আজই জুড়ে যেতে পারেন এই ওয়েবসাইটে, আমাদের এই স্বপ্নের ঠিকানায়। এইটুকু কথা দিতে পারি খুব বেশি জ্বালাব না। খুব বড়জোর এক কী দুই সপ্তাহে একটা করে চিঠি আশা করতে পারেন। তাতে মাঝে সাঝে ছোটখাটো উপহারও থাকতে পারে আপনাদের জন্য। তবে দেখতে শুনতে কিঞ্চিৎকর মনে হলেও আমার কাছে, এবং আমার বিশ্বাস আমার বন্ধুদের কাছে এই ছোট্ট ছোট্ট খুচরো পাওয়াগুলোর মূল্য, ওয়াচ টাইম অঙ্ক দিয়ে বিচার করা যাবে না।
সবাই ভালো থাকবেন
আপনাদের আলো হোক
ভালো হোক
তুমি খুব ভালো, তুমি এরম ই ভালো এবং সহজ থেকো , অনেক ভালোবাসি তোমার কাজ কে এবং তোমায়.. তোমার গান আর সুর ছড়িয়ে পড়ুক সর্বত্র..
ওই কুড়ে ঘরে আমিও একটুখানি জায়গা চাই। যেখানে বসে গল্প করব, গান শুনব, প্রাণ জুরাবে।
তুই তো আমার ঘরেরই লোক। তুই বরং আমার সঙ্গে হাতে হাত লাগিয়ে এই স্বপ্নের প্রাসাদটা গড়ে তুলবি